বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নোটিশ পাঠিয়েছে এবার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক বাপ্পারাজকে । এর কারণ হিসেবে নোটিশে তারা জানিয়েছেন, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে জাতীয় একটি দৈনিকসহ কিছু অনলাইন পত্রিকায় সাক্ষাৎকার প্রদান করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে, উল্লেখিত সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন এবং সমিতির শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সমিতিকে হেয় প্রতিপন্ন করে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন সে বিষয়ে আপনি গণমাধ্যমে অদ্যবধি কোন প্রতিবাদ লিপি প্রেরণ করেননি বা দু:খপ্রকাশও করেননি। তাই সমিতি মনে করে আপনার সাক্ষাৎকারের বক্তব্যের কারণে বিষয়টি আপনি ইচ্ছাকৃতভাবে প্রদান করেছেন।
এমতাবস্থায় গঠনতন্ত্রের ৫ (ক) ধারা  মোতাবেক  কেন আপনার সদস্যপদ বাতিল করা হবে না পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সমিতি বরাবর সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের  জন্য অনুরোধ করা হলো। পরিচালক সমিতির এই নোটিশ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, হ্যাঁ, আমি নোটিশ পেয়েছি এবং যথাযথ উত্তরও পাঠিয়েছি।
সময় হলে সবকিছু জানানো হবে। প্রসঙ্গত, কিছুদিন আগে চিত্রনায়ক শাকিব খান একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে পরিচালকদের বেকার বলার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল পরিচালক সমিতি।
এরপর শাকিব দুঃখপ্রকাশ করায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। এই প্রসঙ্গটি নিয়েই বাপ্পারাজ গণমাধ্যমের সাক্ষাৎকারে শাকিবের পক্ষ হয়ে কথা বলায় পরিচালক সমিতি এই ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031