অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম নাঈমের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে।
আসামিরা আগে থেকে সংবাদপত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে বিরোধ করতো এবং তারা এলাকার দাঙ্গাবাজ ও খুব খারাপ প্রকৃতির লোক বলে মামলায় উল্লেখ করা হয়। হামলার সময় মুজাহিদের কাছ থেকে আসামিরা ৪১ হাজার ২৫০ টাকা মুজাহিদের কাছ ছিনিয়ে নিয়ে গেছে বলে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগে সাংবাদিক মুজাহিদ উল্লেখ করেন, ‘১৭ মে বুধবার বেলা ২টা ৪৫ মিনিটের দিকে আলফাডাঙ্গা রোড দিয়ে যাওয়ার সময় ঐশী স্টুডিওতে পৌঁছামাত্র তন্ময় উদ্দৌলাসহ তার সঙ্গীরা আমার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় তাদের হাতে থাকা হকিস্টিক ও লোহার রড নিয়ে আমার ওপর চড়াও হয়। এক পর্যায়ে তন্ময় আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এর প্রতিবাদ করায় বিবাদীরা তাদের হাতে থাকা হকিস্টিক ও রড দিয়ে আমাকে নীলফোলা জখম করে। এছাড়া এ সময় আমার গলায় থেকে আইডি কার্ড এবং প্যান্টের পকেট থেকে ৪১ হাজার ২৫০ টাকা ছিনিয়ে নেয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম বলেন, মামলার অভিযোগের ভিত্তিতে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
