সদর উপজেলায় থোয়াইগ্য (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বান্দরবানের। সোমবার গভীর রাতে উপজেলার হ্লাপাই মুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত থোয়াইগ্য পেশায় একজন কবিরাজ। তিনি মায়ানমারের নাগরিক ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে মায়ানমার থেকে এসে হ্লাপাইমুখ পাড়ায় বিয়ে করে সেখানে বসবাস করছিলেন থোয়াইগ্য। যাদু টোনা নিয়ে তার সঙ্গে পাড়ার বেশ কয়েকজনের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার রাত ১টার দিকে পাড়ার ৬-৭ জন লোক থোয়াইগ্যকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ সাংবাদিকদের বলেন, পূর্ব শত্রুতার জের ধরে থোয়াইগ্যকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
