আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বলেন, ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে যারা শিক্ষা গ্রহণ করে ডাক্তারী পেশায় নিয়োজিত হবেন তাদের সেবামূলক মানসিকতা থাকতে হবে।
বিশেষ করে প্রতিবন্ধীদের প্রতি মমত্ববোধ প্রদর্শন করে বিনা ফিতে চিকিৎসা সেবা দিতে হবে। ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে। নতুন ভবনে স্থানান্তর করা হবে। একজন ডাক্তারের নিকট রোগীদের আশা ও প্রত্যাশা অনেক।
বুধবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে সরকার অনুমোদিত ৫৭টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালিত হচ্ছে এবং প্রতিবছর একটি প্রতিযোগিতামূলক বর্ষ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে অনুষ্ঠিত পরীক্ষায় ৫৭টি কলেজের মধ্যে ৭ জন ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান করে নেয় এবং ফলাফলের ভিত্তিতে আমাদের প্রাণের এই কলেজটি বাংলাদেশ হোমিও বোর্ডে ২য় স্থান অধিকার করে। চট্টগ্রামের ভাবমুক্তি উজ্জ্বল করেছে। আর এই গৌরবময় কর্মের সম্পূর্ণ অবদানই শিক্ষকদের, কারণ আপনাদের সুযোগ্য পাঠদানের কারণে আমরা আজ এই গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি।
ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের এ বছর কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন। এতে উদ্বোধক ছিলেন মাসিক হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা. আবদুল করিম।
প্রধান বক্তা ছিলেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সরকার প্রতিনিধি ডা. সালেহ আহমেদ সুলেমান।
এছাড়া নুরুদ্দীন চৌধুরী ও কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ সভাপতি অ্যাডভোকেট ডা. মো. ছমি উদ্দিন, উপাধ্যক্ষ ডা. ভূপাল চন্দ্র নাথ, অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. এম এইচ আর রেজাউল করিম, ডা. দীপা দেব, ডা. অশ্রুকণা চৌধুরী, ডা. কাউসার হামিদ বক্তব্য রাখেন।
কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মহাশ্বেতা রায়, মো. সেলিম উদ্দিন, সৈয়দ সাইমুন মোর্শেদ, রাজীব চক্রবর্ত্তী। পরে মেয়র কৃতি ছাত্রছাত্রী এবং সংবর্ধিত অতিথিদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
