বাবাকে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ছেলে দিদারুল আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে মিরসরাইয়ে।
সোমবার রাত সাড়ে ৮ টায় খইয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের সফি মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সফিউল আলম পূর্ব পোলমোগরা গ্রামের মৃত মনির আহম্মদের ছেলে এবং খইয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার)।
পুলিশ জানায়, গাছের আম পাড়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পিতা পুত্রের ঝগড়া চলে আসছিলো। স্থানীয়রা বসে এর মিমাংসাও করে দিয়েছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় পুনরায় একই বিষয় নিয়ে পিতা পুত্রের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ছেলে দিদার লাঠি দিয়ে বাবা সফিউল আলমকে আঘাত করলে সফিউল মারা যান।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দিদারুল আলমকে গ্রেফতার করা হয়েছে।
