আল ওয়াহদা মল আবু ধাবিতে শহরের কেন্দ্রস্থলে রয়েছে এক আইকনিক শপিং মল । কেনাকাটার অতি জনপ্রিয় এই গন্তব্যেই রয়েছে এ গ্রহের সর্ববৃহৎ বই ‘দিস ইজ মুহাম্মাদ’।

বইটির ওজন ১৫০০ কেজি। প্রথম আরবিতে লেখা বই হিসাবে গিনেস বুকে নাম উঠেছে এর।

ওই শপিং মলে বইটি প্রদর্শন করা হচ্ছে। এ বিষয়ে মাশাহাদ ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মেদ সাঈদ আল আওলাকি এংব আল ওয়াহদা মলের জেনারেল ম্যানেজার মোহাম্মাদ নওমান ঠাকুরের মধ্যে চুক্তি সই হয়েছে।

বইটি দৈর্ঘ্যে ৫ মিটার আর প্রস্থে ৮ মিটার। এই বইয়ে রয়েছে ৪৩১টি পাতা। ইতিমধ্যে এই বই আরো ৫টি গিনিস রেকর্ড করে ফেলেছে। এটি বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে প্রশস্ত, সবচেয়ে ভারী এবং সবচেয়ে দামি ক্যাটাগরিতে রেকর্ড করে ফেলেছে।

পবিত্র রমজান মাসে এই বই প্রদর্শিত হবে ওই শপিং মলে। বইটির পূর্ণাঙ্গ রূপ দিতে কাজ করেছেন ৩০০ জন কর্মী। গোটা বিশ্বের ১৫ জন পণ্ডিত এটি লিখেছেন। সব কাজ শেষ হতে সময় লেগেছে ৯ মাস। এ বই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শপিং মলে ঘুরেছে। শেষ অবধি দেশের আইকনিক লোকেশন আল ওয়াহদা মলে অবস্থান নিয়েছে। এ বই আরো কয়েকটি দেশে প্রদর্শনের জন্য পাঠানো হবে। সূ্ত্র : এমিরেটস

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031