বন্যহাতির আক্রমণে মো. হোসেন (২৮) নামে এক যুবক নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরোও দুইজন সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় ।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবুল কালাম (৩২) ও মনজুর (১৮)।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. হারুন জানান, এক সপ্তাহ ধরে বন্য হাতির পাল বাজালিয়ার সংরক্ষিত বনাঞ্চলের পাশের গ্রামে চলে আসছে। বন বিভাগের পক্ষ থেকে হাতি তাড়ানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সকালে গ্রামবাসী বন্যাহাতিগুলো তাড়াতে গেলে হাতির দল গ্রামবাসীর ওপর চড়াও হয়। এতে মো. হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হন।
