ওয়েবসাইটে ছবিসহ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রকাশ ও প্রচারের অভিযোগ এনে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব। ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় মঙ্গলবার তিনি মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৩০ মে দৈনিক সমকালের প্রথম পাতায় দুর্নীতির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন সৌরভ হাবিব। এর জের ধরে ৩১ মে জি-নিউজবিডি২৪.কম নামের একটি ওয়েবসাইটে সৌরভ হাবিবের ছবিসহ মিথ্যা, মানহানিকর, বানোয়াট, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রকাশ করা হয়। বিষয়টি তিনি ১ জুন অবগত হন।

এরপর তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এতে মানহানিকর তথ্য প্রকাশ করায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (১) ধারায় ঢাকা থেকে প্রকাশিত ওয়েব সাইট জি-নিউজের সম্পাদক শহীদুর রহমান শহীদ, নির্বাহী সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা ও রাজশাহী বিশেষ প্রতিনিধিকে (অজ্ঞাত) আসামি করা হয়।

এছাড়া বিভ্রান্তিকর ওই সংবাদটি নিজেদের ফেসবুক পেজে আপলোড ও শেয়ার করে প্রচার করায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ (১) ধারায় মামলায় আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়।

বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) সেলিম বাদশা বলেন, পুলিশ মামলাটি গ্রহণ করে থানার এসআই আকতার হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ শিগগিরই অভিযান শুরু করবে।

মামলা প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদি সৌরভ হাবিব বলেন, ‘আমি সুনামের সাথেই সাংবাদিকতা করে আসছি। কখনো পেশার অমর্যাদা করিনি। কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তির দুর্নীতির সংবাদ প্রকাশ করায় উল্টো আমার নামেই মিথ্যা ও মানহানিকর তথ্য দিয়ে নামসর্বস্ব নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930