বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীতে বিএনপিকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিএনপিকে বাদ দিয়ে আগামীতে দেশে কোন নির্বাচন হতে পারে না। হতে দেয়া হবে না। আগামীতে নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে, হাসিনার অধীনে নয়। তিনি বলেন, ২০১৪ সালে কোন দেশে কোন নির্বাচন হয়নি। আগামী নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে। ২০১৮ সাল হবে গণতন্ত্রের বছর, উন্নয়নের বছর, শান্তির বছর। রাজধানীর গুলশানে ইমানুয়েলস সেন্টারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সবসময় চুরির চিন্তায় থাকে। আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই চুরি করে আসছে। তারা জনগণের রিলিফ চুরি করে, গম চুরি করে কখনও জনগণের ভোট চুরি করে। আমরা ভিশন ২০৩০ দিয়েছি। আওয়ামী লীগ বলে তাদের ভিশন নাকি বিএনপি চুরি করেছে। তাদের তো কোন ভিশন নেই। তারা চুরির চিন্তায় থাকে। আমাদের ভিশন আর তাদের ভিশন এক হতে পারে না। আমাদের চিন্তা আর তাদের চিন্তা এক নয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
