অবশেষে আগ্রাবাদের মহেশখালের বাধঁ ভাঙা হচ্ছে। মঙ্গলবার (১৩ জুন) বিকেল ২টা ৫৫ মিটিটে চসিকের মেয়র আ.জ ম নাছির উদ্দীন বাঁধে হাতুড়ির আঘাত করে আনুষ্ঠানিকভাবে বাঁধ অপসরারণ কাজের উদ্বোধন করেন।
জোয়ার-ভাটার মহেশখালের ওপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে নির্মিত বাঁধটি ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাকম সিটি কর্পোরেশন (চসিক)।
এসময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, বন্দর সচিব ওমর ফারুকসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
চসিকের প্রকৌশল বিভাগ লংবুম স্ক্যাভেটার, স্কিট স্টিয়ার লোডার, ব্যাক হো লোডার, ডাম্প ট্রাক, ক্রেনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি-সরঞ্জাম বাঁধের পাশে জড়ো করেছে। ৫০ জন শ্রমিক একযোগে এ বাধ ভাঙা কাজে অংশগ্রহণ করছেন। তবে বাঁধটি পুরোপুরি অপসারণ করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে সিটিজিনিউজকে জানিয়েছেন চসিকের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক।
