রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন আজ মধ্যরাত থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে সারাদেশে তিতাস গ্যাসের অধীনস্থ সব সিএনজি ফিলিং স্টেশনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার রাত ১২টার থেকে এসব ফিলিং স্টেশন ফের চালু হবে।
সারা দেশের ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে পেট্রোবাংলা থেকে চিঠি আসায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিতাসের গণসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান। ঈদের ছুটির সময় কলকারখানায় গ্যাসের ব্যবহার কম থাকায় গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণের জন্য এই সময়কে বেছে নেয়া হয়েছে বলে তিনি জানান।
তবে আজ থেকে সরকারি ছুটি শেষ শেষ। এ কারণে বুধবার সারাদিন ফিলিং স্টেশনগুলোতে গ্যাস বন্ধ থাকলে সমস্যা হতে পারে ধারণা করা হলেও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, ঈদের কারণে শিল্প কারখানা বন্ধ থাকায় এর কোনো প্রভাব পড়বে না।
