এক নবজাতককে পাওয়া যায় চট্টগ্রামের ফুটপাতে আবারো ফেলে গেছে নবজাতক। সোমবার (২৬ জুন) দিনগত রাত ১টার দিকে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেইটের পাশের ফুটপাতে ।

ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া নবজাতক একুশকে নিয়ে নানা জল্পনা-কল্পনার পর নগরীতে আবারো এই মানবিক বিপর্যয় ঘটেছে।

প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ কর্মী বিশ্বজিৎ শর্মা জানান, ‘চমেক হাসপাতালের পূর্ব গেইট দিয়ে আমার কয়েকজন কাজিনসহ চকবাজারের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে রাস্তার পাশে ফুটপাথে কয়েকটি কুকুর কাপড় মোড়ানো জীবিত কিছু একটাকে কামড়াচ্ছে দেখে দাঁড়ালাম। আরও কয়েকজন পথচারীসহ কুকুরগুলো তাড়িয়ে কাছে গিয়ে দেখি এক নবজাতক শিশু। কুকুরে কামড় মেরে নবজাতকের গায়ের মাংস ছিড়ে নিয়েছে। মনে হলো নবজাতকটি যেন এই মাত্র ভূমিষ্ট হলো। কেউ এসে একটু আগে এখানে ফেলে চলে গেলো। তবে ততক্ষণে নবজাতকটি আর বেঁচে নেই। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা চমেক হাসপাতালে খবর দিলে সেখান থেকে লোক এসে নবজাতকটি হাসপাতালে নিয়ে যান।’

এর আগে চলতি বছরের একুশে ফেব্রুয়ারির রাতে নগরীর কর্ণেলহাট এলাকায় কে বা কারা এরূপ এক নবজাতক শিশুকে ডাস্টবিনে ফেলে যান।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031