প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য রাখতে দিয়ে সংসদে নিজের লেখা দুটি কবিতা পাঠ করে শুনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সেনা শাসক হুসেইন মুহম্মদ এরশাদ। এর একটি কবিতা তিনি লিখেছিলেন দুর্নীতি ও অবৈধভাবে ক্ষমতা দখলের মামলায় কারাগারে থাকার সময়। আর একটি কবিতা তিনি লিখেছেন সম্প্রতি।

ঈদের ছুটি শেষে বুধবার জাতীয় সংসদ অধিবেশন আবার শুরুর পর প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেন এরশাদ। এ সময় তিনি কোন প্রেক্ষিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে তার ক্ষমতা আরোহন করেছেন, জাতীয় পার্টি গঠন করেছেন, সে নিয়েও বক্তব্য রাখেন।

১৯৯০ সালের ডিসেম্বরে গণ আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন আর এর পর পরই তিনি গ্রেপ্তার হন। ছয় বছর তিনি আটক থাকেন কারাগারে। সেই সময় তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন এরশাদ।

এরশাদ বলেন, ‘ছয়টি বছর কারাগারে কাটাতে হয়েছে। কথা বলার লোক নেই, আমি একলা, নির্জন কারাগার। পড়ার বই নেই। সারাদিন গাছের নিচে বসে জীবন কাটাতাম। দুর্বিসহ যন্ত্রণা।’

‘আমার স্ত্রীকে কারাগারে নিয়ে গিয়েছিলেন, আড়াই বছর জেলে ছিল। আমার শিশু সন্তানকেও জেলে নিয়ে গিয়েছিল। তার জীবনটাও নষ্ট করে দিয়েছিলেন। আমি চাঁদ দেখতে পারিনি ছয় বছর, তারা দেখতে পারিনি ছয় বছর। ১২টা ঈদে অংশগ্রহণ করতে পারিনি। ইফতারের সময় যে ইফতার দিত, আমি বলেছিলাম, আমাকে একটু মিষ্টি দিতে পারবেন? ডিআইজি বলেছিলেন, ‘এই বরাদ্দ, এর বেশি দেয়া যাবে না।’

‘সেই দিনের কথা স্মরণ করে আমি একটা কবিতা লিখেছিলাম, সেটা এখন শুনাতে চাই’।

এরপর এরশাদ পাঠ করে শোনান তার কবিতা।

‘ও আমার সকল অনুভব ও চিন্তাকে হত্যা করতে চেয়েছে

সে কথা লিখতে চেয়েছি, কিন্তু কিছুই লিখতে পারি না

শুধু জানি, বাইরের পৃথিবীতে গ্রীষ্ম, বর্ষা, শীত আর বসন্তরা আসে

শরৎ চলে যায়, হেমন্তরা মিশে থাকে সকল স্বপ্নের সঙ্গে

আমি লিখতে পারি না চৈত্রের ঝরা পাতার কথা, লিখতে পারি না আমি

এক খণ্ড সাদা কাগজ, একটি কলম, সারাদিন ভাবি কাগজ আর কলমের কথা

কতদিন নক্ষত্র দেখিনি, আমার আত্মা দেখেছে রক্ত দেখেছে নক্ষত্রের আলো

কতদিন দেখিনি নদী কিংবা সমুদ্রের ঢেউ

নদী বা সমুদ্রের তরঙ্গের শব্দ শুনেছি হ্রদয়ের কান্না

এরশাদ বলেন, ‘সেই কান্নার সেতু হয়ে আজ আমি আপনাদের মাঝে সংসদে এসেছি। কত দুঃখ, বেদনা অতিক্রম করে আপনাদের মধ্যে এসেছি।’

‘আমি নতুন বাংলার স্বপ্ন দেখেছিলাম, এখনও স্বপ্ন দেখি। আশা করি আমার স্বপ্ন আল্লাহ পূরণ করবেন।’

এরপর এরশাদ বাজেট নিয়ে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন। আর তার বক্তব্যের শেষ দিকে আবারও নিজের একটি কবিতা পড়ে শোনান। এটি এমন

বহু দিন পর আজ আষাঢ়ের ভোরে আকাশ জুড়ে মেঘ ডাকল

বৃষ্টি নামলো অঝর ধারায়

আমি জানি এই বৃষ্টি আমাকে ডেকে নিয়ে যাবে ঘর থেকে পথে

ফসলের ক্ষেতের সীমানার কাছে

যেখানে দাঁড়িয়ে আছে সাহসী মানুষজন

আমি তাদের বিশ্বাসের সাথে মিশে যেতে চাই

সৃষ্টি করতে চাই শান্তির নতুন পৃথিবী

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031