ট্রাকচাপায় ওয়ালটন কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম নাছির উদ্দিন গাজীপুরের নবীনগর কালিয়াকৈর মহাসড়কে। সোমবার ভোরে চন্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির টাঙ্গাইলের গোপালপুর থানার বালুবাড়ি গ্রামের আজমত আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
সালনা (কোনাবাড়ি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, রাতের ডিউটি শেষে সকালে হেঁটে বাসায় ফিরছিলেন নাছির। সকাল ছয়টার দিকে নবীনগর কালিয়াকৈর মহাসড়কের চন্দ্রায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকের চালক আব্দুল মজিদকে আটক ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
