একসঙ্গে উপভোগ করছে ইউটিউবে ভিডিও। গরিলা আর মানুষ। তাতে বাচ্চা গরিলাকের কান্ডকারখানা দেখানো হচ্ছে। তা মনোযোগ দিয়ে দেখছে গরিলাটি। একের পর এক ভিডিও আসছে আর সে তার বাচ্চাদের ভিডিও উপভোগ করছে। না, এটা কোনো হলিউডি সিনেমার দৃশ্য নয়। বাস্তবে এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে অবস্থিত লুইসভিলে চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানাটি দেখতে গিয়েছিলেন লিন্ডসে কস্টেলো নামে এক নারী। তার চোখে বিষয়টি ধরা পড়ে। তিনি দেখতে পান একজন যুবতী একটি গরিলাকে তার বাচ্চার ভিডিও দেখাচ্ছেন। গরিলা ও ওই যুবতী একসঙ্গে মোবাইলের সুইট টিপে চলে যাচ্ছে পরের ভিডিওতে। এ দৃশ্য দেখে কস্টেলোও তাদের সঙ্গী হয়ে যান। তিনিও গরিলার সঙ্গে সঙ্গ দেন। একের পর এক ভিডিও দেখেন একসঙ্গে। আর এর মধ্য দিয়ে ওই গরিলাকে বানিয়ে ফেলেন বন্ধু। তার এ ছবি ইন্টাগ্রামে ছেড়ে দেয়ার পর ব্যাপক সাড়া পড়ে গেছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
