ঢাকায় পৌঁছেছে একাত্তরের মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজকর্মী শহীদুল হক মামার মরদেহ। মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছে।
সকাল সাড়ে ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে।
দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় নামাজে জানাজা শেষে নিজ জন্মস্থান রূপনগরে নিয়ে যাওয়া হবে। পরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে অকুতোভয় এই মুক্তিযোদ্ধাকে।
সুইডেন প্রবাসী ও একাত্তরের এই গেরিলা যোদ্ধা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী ছিলেন। গত ২৮ এপ্রিল শহীদুল হক ঢাকা থেকে সুইডেন যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কাতারের রাজধানী দোহার ওয়াকরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ জুন শুক্রবার দুপুরে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
