ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে দেশের অভ্যন্তরে বিমান ভ্রমণে । গত ৩০শে জুন সিভিল এভিয়েশন অথরিটি এ নির্দেশনা জারি করেছে। বিমান পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে নির্দেশনার বিষয়টি জানানো হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের আগে যাত্রীদের চেক-ইন কাউন্টারে এয়ারলাইন্সের টিকিটের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। এ ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র/র্স্মাট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ছাত্রদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেয়া ছবিযুক্ত পরিচয়পত্র, চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রের পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে। সার্কুলারে আরও বলা হয়েছে, চেক-ইন কাউন্টারে যেন ছবিযুক্ত পরিচয়পত্রের সঙ্গে টিকিটের নাম মিলিয়ে তারপর বোর্ডিং পাস দেয়া হয়। যাতে একজনের নামে টিকিট কেটে অন্যজন ভ্রমণ করতে না পারে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
