ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সাভারে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সোহরাওয়াদী হোসেন শনিবার বিকালে ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, শনিবার দুপুরে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক দুই নিরাপত্তারক্ষীকে সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়। বিকাল ৪টায় আমলি আদালত পৃথকভাবে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে সাভার বাজার স্ট্যান্ড এলাকার একটি বেসরকারি কলেজের কক্ষে দুই তরণীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন বিকালে সাভার মডেল থানায় ভুক্তভোগীরা প্রতারক লিটন মণ্ডল, মোকাররম ও মিজানুর রহমান নামে আরও দুই নিরাপত্তাকর্মীকে আসামি করে ধর্ষণ মামলা দায়ে করেন। পরে এ ঘটনায় দুইজনকে আটক করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
