বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব সময়ই সঠিক সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ইউনেস্কোর সম্মতির মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো।
শনিবার দুপুরে ধানমন্ডিতে নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামীম বলেন, ‘এর আগে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে শেখ হাসিনার চ্যালেঞ্জের কাছে পরাজিত হয়েছিল বিশ্বব্যাংক। বিএনপির স্বভাব সরকারেরর উন্নয়ন কাজের বিরোধিতা করা। দেশ এগিয়ে যাক তা তারা চায় না। তাই তারা রামপালসহ বিভিন্ন উন্নয়নের বিরোধিতা করে।’
এনামুল হক শামীম বলেন, ‘শেখ হাসিনা উন্নয়নের প্রতীক। তার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। বিগত আট বছরে শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে, তা ২৮ বছর অন্য সরকার করতে পারেনি। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। একইসাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ঐতিহ্য ও পরিবেশের সংরক্ষণ শেখ হাসিনা দ্বারাই সম্ভব।’
ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য, স্বাধীনতা পক্ষের শক্তির জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে আমাদের জয়ী হতে হবে। সে কারণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন থেকে ছোটখাট সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। সরকারের উন্নয়নগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। নিষ্ক্রিয় নেতাকর্মীদের সক্রিয় করতে হবে। ভাসমান কিছু ভোটার আছে, তাদেরকে নৌকার পক্ষে নিয়ে আসতে হবে। ক্লিন ইমেজের তরুণদের আওয়ামী লীগের সদস্য করতে হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক নেতাকমীদের মাঠে থাকতে হবে।’
এ সময় বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শুভেচ্ছা দূত মনোনীত হওয়ায় অভিনন্দন জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, শরিয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পিপি মির্জা হযরত আলীসহ বার কাউন্সিলের নেতাকর্মীরা।
