হাইকোর্ট খালাস পাওয়া ১ হাজার ৪৪৭জন আনসারের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা আছে তাদের চাকরিতে পুর্নবহালের নির্দেশ দিয়েছে । যাদের চাকরির মেয়াদ শেষ, তাদের যতদিন চাকরিতে ছিলেন তাদের ততদিনের পেনশন সুবিধা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও মো. বদরুজ্জামান এই নির্দেশ দেন। এসময় আনসার সদস্যদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন ও সাহাবুদ্দিন খান লার্জ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সূচীরা হোসাইন ও প্রতিকার চাকমা। উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩০শে নভেম্বর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অসন্তোষে বিদ্রোহ করে আনসার বাহিনী। একই বছরের ৪ঠা ডিসেম্বর বিদ্রোহ নিয়ন্ত্রন করা হয়। পরে দুই হাজার ৪৯৬ জন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়। চাকরিতে পুর্নবহালের জন্য আনসার সদস্যরা রিট করে। গত ১৩ই এপ্রিল ২৮৯ জন আনসারের পক্ষে পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031