পরিকল্পনা পরামর্শ ও উদ্যোগের শেষ নেই। সবাই বিরক্তিকর ও ক্ষতিকর যানজটের অবসান চায়। কিন্তু এই উদ্যোগে সাফল্য আছে কি? উত্তরে হ্যাঁ বলার সুযোগ নেই। ফুটপাত দখল, যান চলাচলে অনিয়ম, ভিআইপিদের যথেচ্ছাচার, অপরিকল্পিত উন্নয়ন বিড়ম্বনা, ট্রাফিক আইন না মানা, ট্রাফিক পুলিশের উদাসীনতা ও দুর্নীতি এই সমস্যার সাথে সম্পর্কিত। পথে চোখ খুললেই ধরা পড়বে এসব অনিয়ম।

ছোট যানবাহনের অনিয়মের তো শেষ নেই। বড়গুলোর আরো স্বেচ্ছাচারিতা পুরো পরিবহন ব্যবস্থাকেই কাহিল করে তোলে। মোড়ে মোড়ে যখন তখন দাঁড়িয়ে যায়, যাত্রী তোলে, যানজটের সারি দীর্ঘ হয়। ওরা (যান চালকরা) ওদের পেছনে আরো গাড়ি আছে, দেখেও দেখে না। আর রাস্তায় শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা (ট্রাফিক পুলিশ) তারাও কখনো নীরব, অসহায় দর্শক হয়ে থাকে। চোখ অনিয়ম করা যানবাহনের দিকে নয়অনিয়মের সুযোগ নিয়ে কিছু আদায় করা যায় কি না সেদিকে। এই যে ছবির গাড়িগুলোর বিশৃঙ্খলা অবস্থা এটা যানজটের অন্যতম কারণ। ঘটনাস্থল মুরাদপুর মোড়। এখানে এই অবস্থা প্রায়শ থাকে। সংশ্লিষ্ট সবাই নির্বিকার। মোড়ে দাঁড়িয়ে থাকা গার্মেন্টস কর্মী মোশাররফ আহমদের মন্তব্যএই অবস্থার কারণে যানজটে নগরবাসীর জান বেরিয়ে যায়।

 

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031