মিনিবাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আমতলা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার মো. আরিফ ও মহিদুল ইসলাম।
আহত জামাল হোসেন একই এলাকার বাসিন্দা। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দীন খাঁন বলেন, খাগড়াছড়িগামী বাসটা আমতলা এলাকায় মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী মহিদুল ও আরিফ ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মিনিবাসটি ও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
