বিদ্যুৎ কর্তৃপক্ষ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়িয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায় মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ১৬টি স্পিলওয়ে দিয়ে ৬ ইঞ্চি করে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান জানান, কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে লেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। রুলকার্ভ অনুযায়ী মঙ্গলবার কাপ্তাই লেকে পানির পরিমাণ ছিল ১০৫ দশমিক ৮৬ ফুট মিনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল।
তিনি বলেন, কাপ্তাই লেকে ১০৯ ফুট মিনস সি লেভেল পানি ধারণ ক্ষমতা থাকলেও ১০০ ফুট মিনস সি লেভেল পানি ধরে রাখলে রাঙামাটির বিশাল এলাকা প্লাবিত হওয়ায় কর্তৃপক্ষ হ্রদ থেকে পানি ছেড়ে দেয়। বৃষ্টি না কমা পর্যন্ত গেট দিয়ে পানি ছাড়া অব্যাহত থাকবে।
