নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আগামী ১লা আগস্ট থেকে ২৪ ঘন্টা চট্টগ্রাম ও বেনাপোল বন্দর খোলা রাখা হবে বলে জানিয়েছেন । বুধবার সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয়ের এক সভা শেষে এ কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরও বলেন, আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা ব্যাংক ও কাস্টমস অফিস খোলা থাকবে। এনবিআর, ব্যাংকগুলোও ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যাপারে একমত হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, পেট্রাপোল বন্দরের কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হয়। কী কী কাজ করতে হবে এজন্য তারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেবে। শাজাহান খান বলেন, আমাদের এ কাজের উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আগামী ২০১৮ সালে পতেঙ্গা সমুদ্রবন্দর চালু করা হবে বলেও জানান তিনি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
