ড. আকবর আলি খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বলেছেন, শুধু রোডম্যাপ দিয়ে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দলগুলোর মনোভাব পরিবর্তনের দরকার। শনিবার এফডিসিতে নির্বাচন কমিশনের রোডম্যাপ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আকবর আলি খান আরও বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ হচ্ছে আইনি বিষয়। এর বাইরে নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দলগুলোরও দায়িত্বের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সঠিকভাবে দায়িত্ব পালন না করলে জনগণকে এগিয়ে আসতে হবে। তাদের বলতে হবে কোনো অগণতান্ত্রিক উপায়ে নির্বাচন তারা মানবে না। অপরদিকে কেউ নির্বাচন বর্জন করলে সেটাও গ্রহণযোগ্য হবে না।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় বিতর্ক প্রতিযোগীতায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031