অচেতন অবস্থায় এক পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে রাজধানীর রমনা মডেল থানার মৌচাক এলাকায় । তার নাম আশিকুর রহমান।
শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশিকুর রহমান রাজারবাগ পুলিশ লাইনে প্রেষণ শাখায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করতেন।
রমনা মডেল থানার উপপরিদর্শক নিয়াজ কনেস্টেবল আশিকুরকে বিকাল সাড়ে পাঁচটার সময়ে মৌচাক মার্কেটের সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যানে। সেখানে প্রথমে তার পাকস্থলি ওয়াশ করার পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তবে কিভাবে আশিকুর অচেতন হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
