আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণের নাম-পরিচয় জানা যায়নি। এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন নগরীর কোতোয়ালি থানার বিপরীত পাশের পূবালী ব্যাংকের এটিএম বুথের পাশ পড়ে থাকা ।
শুক্রবার রাত ১২টার দিকে কোতোয়ালি থানার বিপরীতে পূবালী ব্যাংকের এটিএম বুথের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় জানিয়ে থানার এসআই আবদুস সোবহান জানান বলেন, আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণের পরনে সাদা ও বেগুনি রংয়ের ফুলহাতা শার্ট ও ছাই রঙা জিনসের হাফ প্যান্ট ছিল। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নাই। তবে ডান পায়ে হাটুর উপরে একটা পোড়া দাগ আছে। তার পায়ে বৈদ্যুতিক খুঁটির একটি তার জড়ানো ছিল। ধারণা করছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই যুবকের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই মো. আলাউদ্দিন বলেন, রাতের দিকে এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
