এলাকাবাসীকে টেকনাফের হোয়াইক্যংয়ে সম্প্রতি নারী ইয়াবা পাচারকারী আটক ও প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় ভাবিয়ে তুলছে । ইয়াবা সিন্ডিকেটের ইশারায় পাচারকারিরা মরিচ্যা যৌথ চেকপোস্টে ও হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সহ পুলিশের হাতে নারী,পুরুষ আটকের বিষয় নিয়ে হাটবাজারে,চায়ের টেবিলে উক্ত ঘটনা সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। জানা যায় যে, বিজিবির জওয়ানরা গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ককসবাজারগামী সি লাইন গাড়ীতে তল্লাশী চালিয়ে হোয়াইক্যং আমতলী গ্রামের পুতু সাওদাগরের ছোট বোন ও শামসু মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪২) কে ১৯৮০ পিস ইয়াবাসহ আটক হয় এবং হোয়াইক্যং আমতলী গ্রামের আশ্রয় কেন্দ্রে নুর হোসেনের স্ত্রী খালেদা বেগম (৪৫) প্রায় ৩হাজার ইয়াবাসহ আটক হয় ও হোয়াইক্যং উত্তর পাড়ার মৃত অচিউল্লার পুত্র জাফর আলম (৪০) কে ১হাজার ইয়াবাসহ হোয়াইক্যং হাইওয়ে পুলিশ আটক করে,উনচিপ্রাংয়ের অচিউর রহমানের স্ত্রী রহিমা খাতুন (৫০) কে বিজিবি প্রায় ১০হাজার ইয়াবা নিয়ে আটক করে। কিছু দিন আগে লম্বাবিল এলাকার কালুর ছেলে নুর কবির (৩০) ১হাজার১শত পিস ইয়াবাসহ চট্টগ্রাম বাকলিয়া থানা পুলিশের কাছে আটক হয়। ইয়াবা সহ ধৃত নারী ও পুরুষ পাচারকারী বর্তমানে কারাগারে রয়েছে। প্রাপ্ত তথ্য মতে হোয়াইক্যংয়ের একটি ইয়াবা সিন্ডিকেট এইসব অসহায় নারী পুরুষদের ব্যবহার করে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ইযাবা পাচার করে যাচ্ছে। উক্ত সিন্ডিকেটের কিছু সক্রিয় সদস্য নিজেদের অসহায় আত্মীয় স্বজনদের ইয়াবা পাচারে ব্যবহার করে যাচ্ছে। ফলে অসহায়রা বিভিন্ন কারাগারে বন্ধি রয়েছে আটকদের ছেলেমেয়ে ও বাবামারা তাদের চিন্তায় দিনাতিপাত করছে।সিন্ডিকেটের সদস্যরা ভদ্রতার আড়ালে নিজেদেও অপকর্ম ঢেকে রেখে প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে নিজেরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ইয়াবা সিন্ডিকেটরা এত কৌশলী হয়ে গেছে যে অন্যান্য ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবি যে কোন আইন প্রয়োগকারী সংস্থার হাতে কোন ইয়াবা পাচারকারী ও ইয়াবা ব্যবসায়ী আটক হলে মূল গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে রয়ে যায়। ইয়াবাসহ যে কোন আটককৃতদের রিমান্ডে এনে ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে মূল গডপাদারদের আইনের আওতায় আনা যাবে। না হলে মাদক ব্যবসা বন্ধ করতে প্রশাসনকে রিতিমত হিমসিম খেতে হবে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031