অভিযোগ পাওয়া গেছে সেন্টমার্টিনদ্বীপের নরপশু স্বামী মোঃ আয়াছ তার স্ত্রী সুফাইরা বেগমের মুখমন্ডল কেটে একাকার করেছে বলে। বর্তমানে সুফাইরা বেগম (২০) কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নরপশু স্বামী মোঃ আয়াছ বর্তমানে পলাতক বলে জানা গেছে। মোঃ আয়াছ (২৬) সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা ফজল করিম প্রকাশ আনিক্কার পুত্র। আর মুখমন্ডল ক্ষত-বিক্ষত স্ত্রী সুফাইরা বেগম ৭নং ওয়ার্ড নজরুল পাড়ার বাসিন্দা নুরুল বশরের কন্যা।
জানা যায় সুফাইরা বেগম হতদরিদ্র পরিবারের মেয়ে। মাত্র ১ বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পর স্বামী অযথা নির্যাতন শুরু করলে সুফাইরা বেগম বাবার বাড়ী চলে আসেন। পরবর্তীতে আর নির্যাতন করবেনা বলে অঙ্গিকার করে সুফাইরা বেগমকে নিয়ে আসে। আবার চলতে থাকে নির্যাতন। গত ২০ জুলাই ৫নং ওয়ার্ডে অবস্থিত আবাসিক হোটেল সিটিবির ১০৬ নং রুমে ভাঙ্গা গ্ল্যাস দিয়ে নির্মমভাবে মেরে ফেলার জন্য আঘাত করে এক পর্যায়ে ব্যর্থ হয়ে কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে সুফাইরা বেগমের বড় ভাই বদি আলম সুফাইরাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সেন্টমার্টিনে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় কক্সবাজার নিয়ে যান।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
