শুরু হয়ে গেছে টানাটানি ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে নিয়ে । মোনাকোর ১৮ বছর বয়সী এ খেলোয়াড়ের দাম বেড়েই চলেছে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে দলে নেয়ার জন্য দল বদলের মৌসুমের শুরু থেকে চেষ্টা করছে। একদিন আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ খবর দেয় যে, মোনাকোর সঙ্গে রিয়ালের কথাবার্তা পাকা হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এমবাপের জন্য মোনাকোকে রিয়াল ১৬০ মিলিয়ন ইউরো দেবে বলে জানায় তারা। এমন সম্ভাবনায় বিশ্বরেকর্ডের সামনে ছিলেন এমবাপে। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ক্লাব ফুটবলে সবচেয়ে দামি খেলোয়াড় পল পগবা। গত মৌসুমে ইতালির ক্লাব জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরোতে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাকে টপকে যাওয়ার পথে এমবাপে। তবে এমবাপের ভবিষ্যত এখন ধোঁয়াশায় পড়ে গেছে। বৃটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে যে, এমবাপেকে রিয়ালের কাছ থেকে ‘হাইজ্যাক’ করতে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তারা নাকি এমবাপের জন্য ১৮০ মিলিয়ন ইউরো প্রস্তুত করেছে। এমন কি এই পরিমাণ অর্থে মোনাকোকে প্রস্তাব দিয়েছে তারা। প্রস্তাব গ্রহণ কিংবা প্রত্যাখ্যানের কোনো খবর তারা দেয়নি। দল বদলের চলতি মৌসুমে ইতিমধ্যে ২১৭ মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে পেপ গার্দিওলার ম্যানসিটি। এই মৌসুমে তারা দল বদলের পেছনে সর্বোচ্চ ৩৫০ মিলিয়ন ইউরো খরচ করতে পারবে। এতে এমবাপেকে কিনতে গেলে তাদের এই সীমা পার হতে হবে। কিন্তু এরচেয়ে বেশি অর্থ খরচ করার অনুমতি তারা পাবে না। এতে অন্য কোনো খেলোয়াড়কে বিক্রি করে হলেও এমবাপের জন্য ম্যানসিটি ১৮০ মিলিয়ন ইউরো প্রস্তুত করছে বলে জানালো ‘মিরর’। এতে এমবাপেকে নিয়ে মহালড়াই শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির মধ্যে। শেষ পর্যন্ত কার জয় হয় তা দেখার জন্য হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে গত মৌসুমে মোনাকোর হয়ে লীগ ওয়ানে ২৯ ম্যাচে করেন ১৫ গোল।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
