সড়ক দুর্ঘটনায় শিশির শিকদার নামে এক কলেজছাত্র নিহত হয়েছে মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী এলাকায় । তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ও মাগুরা শালিখা উপজেলার থৈপাড়ার গ্রামের শ্রীরাম শিকদারের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, বুধবার দুপুর ১টার দিকে শিশির শিকদার মোটরসাইকেলযোগে মাগুরা শহর থেকে পল্লীবিদুৎ এলাকায় যাচ্ছিলেন। পারনান্দুয়ালী এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংর্ঘষ হয়। এসময় শিশির শিকদার গুরুতর আহত হন ও তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
