জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পক্ষে মত দিয়েছেন । তিনি বলেন, ‘অবশ্যই সরকার সব সংস্থাকেই ক্ষমতা দিয়েছে। তারপরেও সরকার এটা বিবেচনা করছে। এই ইস্যু খুব শিগগিরই সমাধান হবে।’
বুধবার সচিবালয়ে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত কার্য-অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
এটা নিয়ে আরও জানতে চাইলে মন্ত্রী আর বেশি কিছু বলেননি। এই বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন আছে।
গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১৪টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ভ্রাম্যমাণ (মোবাইল কোর্ট) আদালতে সাজাপ্রাপ্ত পৃথক তিন ব্যক্তির করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আপিলে হাইকোর্টের রায়টি স্থগিত করে শুনানির পর্যায়ে রয়েছে।
