চিরচেনা আবাস হারিয়ে বসতঘরে ঢুকে পড়ছে বিষধর শঙ্খিনী। টানা বর্ষণে তলিয়ে গেছে মাঠ-ঘাট। কর্ণফুলীর জোয়ারের ফলে প্লাবিত হয়েছে বন জঙ্গল। আশ্রয় নিয়েছে রান্না ঘরের চুলায়।
চট্টগ্রামে এ সাপ সানাই বা শঙ্খচুর নামেও পরিচিত। স্থানীয়রা বলছেন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আশ্রয়হীন হয়ে মানুষের বসতঘরে আশ্রয় নিয়েছে এই সর্পরাজ। এতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সোমবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী বড়ুয়া পাড়ায় মিলু বড়ুয়ার রান্না ঘরে সাপটিকে দেখতে পান তার গৃহীনি।
মিলু বড়ুয়া বলেন, বিকেলে রান্নার জন্য চুলায় আগুন জ্বালতে গেলে চুলার ভেতর সানাই সাপটি দেখতে পায় আমার স্ত্রী। এসময় এ সময় সাপটি ফোঁস করে উঠে। পরে এরপর তাঁর স্ত্রী চিৎকার দিলে সবাই মিলে রান্না ঘরে ছুটে যান। তবে জ্যান্ত সাপটিকে কৌশলে চুলা থেকে বের করে দেয়া হয়।
এদিকে উপজেলার বিভিন্ন গ্রামে সাপের কামড়ে আহত হয়েছেন তিন নারী। তারা হলেন সৈয়দপুরের আয়েশা (১২), পূর্ব গোমদন্ডীর আনু মিয়ার স্ত্রী ফাতেমা (৫০) ও উত্তর গোমদন্ডীর ইকবালের স্ত্রী আকতার (৩০)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন।
