স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমরা ধর্মকে হৃদয়ে ধারণ করেছি। আমরা ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নই। ইসলাম জঙ্গিবাদ এবং মানুষ হত্যা সমর্থন করে না। আজকে সারা পৃথিবীতে আমরা জঙ্গি দমনে সফল হয়েছি। যার প্রমাণস্বরুপ যুক্তরাষ্ট্রভিত্তিক অরগানাইজেশন জঙ্গি দমনের ক্ষেত্রে যেসব সফল দেশের নামের তালিকা প্রকাশ করেছে সেখানে আমাদের দেশ ৩৫ তম।’

শনিবার ঢাকার দোহার উপজেলার পদ্মা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা দেশের শত্রু, সমাজের শত্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ দমনে আমরা সফলতা অর্জন করেছি।’ এ সময় তিনি জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তোমরা মাদক থেকে দূরে থাকবে। তোমরা যদি মাদকে ডুবে যাও তবে দেশ পথ হারিয়ে ফেলবে।’

মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। যার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। এই সেতুর নির্মাণ কাজ শেষ হলে গোটা দেশের চেহারা পাল্টে যাবে।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ আর খানের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আই জি আর (নিবন্ধন) বাংলাদেশ মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, অতিরিক্ত এএসপি ঢাকা জেলা মোবারক হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল আমীন, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ওসি সিরাজুল ইসলাম শেখ, সড়ক এবং জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফসারুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, অধ্যাপক আব্দুল মান্নান, পদ্মা কলেজের শিক্ষা অধিদপ্তর প্রতিনিধি ডাক্তার আব্দুর রহমান পাখি, পদ্মা কলেজের অধ্যক্ষ মো. মজিবুল হায়দার, উপাধ্যক্ষ মো, জালাল হোসেন, ডাক্তার জিন্নাত হোসেন গাজী, এম এ রহিম প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031