সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবন্ধ এলাকায় । তবে এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবিষয়ে খুলনা মহানগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাসের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক রবিউল মারা যান। গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্র অমিতকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
