পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম নব্য জেএমবির রাশেদ ওরফে র্যাশকে জিজ্ঞাসাবাদের পর হলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন । শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিড়িয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় মনিরুল ইসলাম আরও বলেন, রাশেদ হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী। তাদের গ্রেপ্তারের পর তদন্তের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সে যদি আদালতে জবানবন্দী দেয় বা নাও দেয় তার থেকে প্রাপ্ত তথ্য অনুসারেই চার্জশিট প্রস্তুত করা হবে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রাশেদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে। আজ বিকাল ৩টায় রিমান্ড আবেদনের শুনানী হবে। সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিরা রাশেদের কাছ থেকে গ্রেণেড চালানোর প্রশিক্ষণ নেয়। রাশেদ তাদের বুড়িগঙ্গা নদীর পাশে প্রশিক্ষণ দেয়। উল্লেখ্য, শুক্রবার ভোর সাড়ে ৫টায় নাটোর থেকে জঙ্গি রাশেদকে আটক করে পুলিশ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
