ইংলিশ স্পিনার মঈন আলী ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে হ্যাটট্রিক করেছেন । ইংল্যান্ডের ওভাল মাঠের ১২৭ বছরের ইতিহাসে ১০০ টেস্টে এই প্রথম হ্যাটট্রিকের ঘটনা। ইংল্যান্ডের ১৪তম বোলার ও চতুর্থ স্পিনার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন অলরাউন্ডার মঈন আলী। ক্রিকেট ক্যারিয়ারে এটি তার প্রথম হ্যাটট্রিক বলে ম্যাচ শেষে জানালেন তিনি। তবে ফুটবলে তার একাধিক হ্যাটট্রিক রয়েছে বলেও জানালেন। ক্রিকেট প্রথম হ্যাটট্রিক করার পর আপ্লুত মঈন আলী বলেন, ‘ক্রিকেটের কোনো ফরমেটে আমি কখনো হ্যাটট্রিক করিনি। যদিও অনুশীলনের সময় ফুটবল ম্যাচ খেলতে গিয়ে বেশ কয়েকবার হ্যাটট্রিক করেছি। কিন্তু ক্রিকেটে হ্যাটট্রিক করার মধ্যে অন্যরকম অনুভূতি। দারুণ লাগছে।’ মঈন আলী দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিকসহ ৪৫ রানে নেন ৪ উইকেট। তার হ্যাটট্রিকের শিকার ছিলেন ডিন এলগার, কাগিসো রাবাদা ও মরনে মরকেল। টেস্টটি ২৩৯ রানে জিতে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
