হলিউডের উদ্দেশ্যে বলিউড থেকে আজকাল অনেক তারকারাই পাড়ি জমাচ্ছেন। এবার দেখা যাবে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকেও। তবে তিনি নিজে যাচ্ছেন না। তার জীবনী নিয়ে কমেডি সিরিজ নির্মাণ করতে যাচ্ছে মার্কিন টিভি চ্যানেল এবিসি।
জানা গেছে, নাম ঠিক না হওয়া এই কমেডি সিরিজের প্রযোজনায় আছেন প্রিয়াংকা চোপড়া ও সহকারী প্রযোজক হিসেবে থাকছেন স্বয়ং মাধুরী নিজেই। সিরিজটিতে দেখানো হবে গ্ল্যামার দুনিয়া ছেড়ে বিয়ে করে আমেরিকায় পাড়ি জমান মাধুরী। তার উৎফুল্ল জীবনে ভাটা পড়ে নিঃসঙ্গ প্রবাসে এসে।
তবে সে উৎফুল্লতা ফিরিয়ে আনতেই প্রবাসে মাধুরীর মজাদার খুনসুটিগুলোকে নিয়েই সাজানো হয়েছে এ সিরিজ।
সিরিজটির চিত্রনাট্য লিখেছেন শ্রী রাও। আর পরিচালনা করবেন মার্ক গর্ডন ও নিক পিপার।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
