স্থানীয় সাংসদ মঈন উদ্দিন খান বাদলনগরী থেকে বোয়াল খালীতে আসার পথে কালুরঘাট সেতুতে আটকা পরে অবশেষে হেঁটে পার হলেন ।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী নজিম উদ্দিন জানান, কালুরঘাটের পশ্চিম পাড় থেকে সেতুর মাঝ পথে সাংসদের গাড়ি বহর পৌঁছে এসময় পূর্ব প্রান্ত থেকে সেতুতে গাড়ি উঠে পড়ায় আটকা পড়ে দুই প্রান্তের শতশত গাড়ি। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সাংসদ গাড়ি বহর পিছু হটলে পূর্ব প্রান্তের আটকা পড়া গাড়িগুলো সেতু পার হয়। তবে সাংসদ নিজের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সেতু পার হন ও পূর্ব প্রান্তে প্রায় আধঘণ্টা গাড়ি জন্য অপেক্ষা ছিলেন।

এ বিষয়টি সত্যতা স্বীকার করে সাংসদ বাদল বলেন, সেতুতে আটকা পড়ায় জনগণের দূর্ভোগের কথা চিন্তার করে পায়ে হেঁটে পার হয়েছি। নিজের গাড়ি বহর পেছনে সরিয়ে নিয়ে অপর প্রান্তের আটকা পড়া গাড়িগুলো যেতে দেয়া হয়।

কালুঘাট সেতুতে যানজটে পড়ে সীমাহীন দূর্ভোগ পোহানো নিত্য নৈমিত্তিক ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031