উত্তর কোরিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে ও সংস্থায় নিয়োজিত নিয়োজিত রাষ্ট্রদূতদের তলব করেছে। তাদেরকে নিয়ে যৌথ বৈঠক করবে সরকার। এমন রাষ্ট্রদূতের মধ্যে রয়েছেন চীনে নিযুক্ত জি জায়ে রিওং। রাশিয়ায় নিযুক্ত কিম হাওং জুন। জাতিসংঘে নিযুক্ত জা সং নাম। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে সিউলের দ্য স্ট্রেইটস টাইমস। এতে সরকারি একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, বড় বড় কিছু দেশে নিয়োজিত রাষ্ট্রদূতকে ডেকে নেয়া হয়েছে পিয়ং ইয়ংয়ে। সেখানে তাদেরকে নিয়ে যৌথ সভা করবে উত্তর কোরিয়া দৃশ্যত এমনটাই মনে হচ্ছে। ওই কর্মকর্তা বলেছেন, এজন্য মোট কতজন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে তা পরিস্কারভাবে জানা যায় নি। ওদিকে একীভূতকরণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বাইক তায়ে হাইউন সংবাদ সম্মেলনে বলেছেন, রাষ্ট্রদূতদের এমন সমাবেশ উত্তর কোরিয়ার নিয়মিত রুটিনের অংশ হতে পারে। তারা ২০১৫ সালে এমন ৪৩তম বৈঠক করেছে। এবারও হয়তো সে রকমই। তবে সম্প্রতি কোরিয় উপদ্বীপ অঞ্চলে যখন উত্তর কোরিয় ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তখন এমন বৈঠকের দিকে দৃষ্টি কূটনৈতিক মহলের। অনেকেই মনে করছেন, এটা রাষ্ট্রদূতদের নিয়মিত বৈঠকের অংশ হলেও এতে সাম্প্রতিক এ উত্তেজনাই প্রাধান্য বিস্তার করতে পারে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
