মুমিনুল হক অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে সুযোগ পাচ্ছেন। শনিবার নির্বাচকদের ঘোষিত ১৪ জনের দলে ছিলেন না মুমিনুল। এনিয়ে সংবাদ মাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক সমলোচনার ঝড় ওঠে। এতে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুর বোর্ড অফিসে গিয়ে কোচ ও নির্বাচকদের সঙ্গে বৈঠক করেন। কিছুক্ষণ পর বিকাল সাড়ে পাঁচটার দিকে বোর্ড সভাপতি সংবাদকর্মীদের জানান চোখের সমস্যার কারণে মোসাদ্দেক হোসেন সৈকতকে বাদ দিয়ে তার জায়গায় মুমিনুলকে দলে নেয়া হলো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুমিনুলকে বাদ দেয়াটা ছিল দুঃখজনক।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
