লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদিয়া মাদ্রাসার সামনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে একজন নিহত হয়েছে। নিহত ইছমাঈল হোসেন মোটরসাইকেল আরোহী এবং কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা। আজ শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। এবিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, ইছমাইল হোসেন মোটরসাইকেল করে লক্ষ্মীপুর থেকে মান্দারী বাজারের দিকে যাচ্ছিল। যাদিয়া মাদ্রাসার কাছে পৌছঁলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি এখনও আটক করা যায়নি বলে জানিয়ে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
