দুই উইকেট খোয়ালো অস্ট্রেলিয়া মাত্র ৪ বলের ব্যবধানে। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। এর তিন বল পরই রানআউটে কাটা পড়ে উসমান খাজার উইকেট। আর ব্যাট-হাতে ক্রিজে পৌঁছেন নাইটওয়াচ ম্যাচ নাথান লায়ন। তবে অজি থিংঙ্ক ট্যাংকের এমন চিন্তা কাজে দেয়নি। ব্যাট হাতে ‘ডাক’ মারেন লায়ন। ব্যক্তিগত ‘০‘ রানে নাথান লায়নকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। ৫.২তম ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৯/০। আর সপ্তম ওভার শেষে অজিদের সংগ্রহ দাঁড়ায় ১৪/৩-এ। মিরপুর শেরে বাংলা মাঠে রোববার ১৮/৩ সংগ্রহ নিয়ে দিনের খেলা শেষ করে সফরকারী অস্ট্রেলিয়া।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
