প্রায় ২৫ যাত্রী আহত হয়েছে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে । আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কামারখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে খুলনা গামী ইমাদ পরিবহনের একটি বাস বিপরীত মুখী আনন্দ পরিবহনের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় বাসটির অর্ধেক পানির নীচে তলিয়ে যায়। পরে ক্রেন দিয়ে বাসটি রাস্তার উপর তুলে আনে ফায়ার সার্ভিস। বাসটির একাধিক যাত্রী জানান, প্রায় ৬০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। যাত্রীদের মধ্যে দুর্ঘটনায় প্রায় ২৫ জন আহত হন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার সাথে সাথে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় রাস্তার দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে দক্ষিন বঙ্গের ঘর মুখো যাত্রীরা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
