সৌম্য সরকার আর মুমিনুল হক মিলে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছিলেন। ২১ রানের মাথায় দুই উইকেট হারানোর পর জুটি বাঁধেন এরা। কিন্তু দুর্ভাগ্য আর কাকে বলে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার মাত্র ২ বল বাকি থাকতে আউট হয়ে গেলেন সৌম্য সরকার। দলের রান তখন ৭০। সৌম্য ৮১ বলে ৩৩ রান করে সেই লায়নেরই শিকারে পরিণত হন। ৫২ বরে ২৪ রান করে অপরাজিত আছেন ১ চার মারা মুমিনুল। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭০।
টসে জিতে চাপে বাংলাদেশ
টসে জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়েছে বাংলাদেশ। আজ চট্টগ্রামে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তামিম ও সৌম্য সরকারই এ টেস্টের উদ্বোধনী জুটিতে নামেন। ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান। ব্যাট করছেন সৌম্য সরকার ও মুমিনুল হক। ২১ রানে দুই উইকেট পড়ার পর এরা জুটি বাঁধেন। তামিম ৩৪ বলে ৯ আর ইমরুল কায়েস ১১ বলে ৪ রান করে আউট হন। দুজনই আউট হন নাথান লায়নের বলে। শফিউলের পরিবের্তে খেলছেন মুমিনুল। অস্ট্রেলিয়া তিনজন নিয়মিত স্পিনার নিয়ে খেলছে। উসমান খাজাকে বসিয়ে এ টেস্টে খেলানো হচ্ছে ও’কিফকে। ঢাকা টেস্টে জিতে বাংলাদেশ সিরিজে এগয়ে আছে ১-০তে। এ টেস্টপ ড্র হলেও সিরিজ জিতবে বাংলাদেশ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
