পিকনিকের বাস উল্টে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে রামু বাইপাস মোড়ে। একই সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে হাটহাজারী থেকে কক্সবাজার যাওয়ার পথে রামু বাইপাস মোড়ে পৌঁছলে প্রায় শতাধিক পর্যটক নিয়ে বাসটি উল্টে যায় বলে রামু হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলাম সিটিজিনিউজকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সাইমুম (১৬), এরশাদ (১৮) ও অজ্ঞাত ১ জন। এ সময় আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হাটহাজারীর বালুচরা থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন। চট্টগ্রামের হাটহাজারী থেকে কক্সবাজারে পিকনিকে যাওয়ার পথে রামুর বাইপাস মোড়ে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলে ৩ জন মারা যান।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মীরা ৩জনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে নিয়ে যায়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শতাধিক যাত্রীর মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।
