দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের এক সহকারীর মৃত্যু হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে। শুক্রবার ভোর চারটার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কের মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত পিকআপের সহকারী মনির মল্লিক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের হানিফ মল্লিকের ছেলে।
মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, শুক্রবার ভোর চারটার দিকে পিরোজপুর থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপ বাগেরহাট-পিরোজপুর সড়কের মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর এলাকায় পৌঁছে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে পিকআপে বসে থাকা চালকের সহকারী মনির মল্লিক মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
