উসমান ডেম্বেলের কাতালান ডার্বিতে শনিবার বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় । এবার বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগেও অভিষেক হতে যাচ্ছে এই ফরাসি তারকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ঘরের মাঠে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচের জন্য ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে ডেম্বেলেকে জায়গা দিয়েছেন আর্নেস্টো ভালভার্দে। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।
বার্সেলোনার স্কোয়াডে ফিরেছেন সের্জি রবার্তো ও ডেনিস সুয়ারেজ। দলে জায়গা পাননি ছয়জন। তারা হলেন- প্যাকো আলকাসের, আরদা তুরান, রাফিনহা, থমাস ভারমালেন, লুকাস ডিনিয়ে ও অ্যালেইক্স ভিদাল।
লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সঙ্গে জেরার্ড ডেউলেফিউকে আক্রমণভাগে প্রথম একাদশে বেছে নিয়েছিলেন ভালভার্দে। তবে জুভেন্টাসের বিপক্ষে ডেউলেফিউ’র জায়গা প্রথম একাদশে জায়গা পেতে পারেন ডেম্বেলে। আর তেমনটা হলে, আগামী দিনগুলোতে বার্সেলোনার জার্সিতে ক্লাবটির নতুন রিক্রুট কেমন করবেন তার একটি বড় পরীক্ষাই হয়ে যাবে।
বার্সেলোনার স্কোয়াড:
টের স্টেগেন, চিলিসেন,নেলসন সেমেদো, জেরার্ড পিকে, ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস, ডেনিস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, উসমান ডেম্বেলে, হাভিয়ের মাসচেরানো, পাওলিনহো, জেরার্ড ডেউলেফিউ, জর্ডি আলবা, সের্জি রবার্তো, আন্দ্রে গোজেম ও স্যামুয়েল উমতিতি।
