হাই কোর্ট দ্বিতীয়বার মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তিতে পরীক্ষার্থীদের পাঁচ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছেন । চলতি শিক্ষাবর্ষে এই স্থগিতাদেশ কার্যকর হবে। একই সঙ্গে নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। গত ২১শে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান করে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়, এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ২৭শে আগস্ট হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সুপ্রিম কোর্টের আনজীবী ইউনুছ আলী আকন্দ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
