পুলিশ মানিকছড়ির পাঞ্জারাম পাড়া ও গুচ্ছগ্রামে এসে আশ্রয় নেওয়া ২৪ রোহিঙ্গা নার-নারী ও শিশুকে বৃহস্পতিবার উদ্ধার করে উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠিয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মায়ানমার রাজ্যের রাখাইনে সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে মর্মে তথ্য পেয়ে মানিকছড়ি থানা পুলিশ চারিদিকে নজরদারী করে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঞ্জারাম ও গুচ্ছগ্রাম এলাকায় লুকিয়ে থাকা ২৪ রোহিঙ্গা নর-নারী ও শিশুকে আটক করেছে। এদের মধ্যে ৪ জন মহিলা,১ জন পুরুষ ও ১৯ শিশু রয়েছে। শিশুরা সকলে ৬-১২ বছর বয়সী।
থানার অফিসার ইনচার্জ মো.মাইন উদ্দী খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব রোহিঙ্গা নর-নারী ও শিশুদের উদ্ধার করে কক্সবাজার জেলার উখিয়া শরণার্থী ক্যাম্পের উদ্দেশ্যে পুলিশ প্রহরায় পাঠানো হয়েছে। এছাড়া আর কোথাও কোন রোহিঙ্গা লুকিয়ে আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।
